
স্পোর্টস প্রতিনিধ,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ আগস্ট ২০১৭ | প্রিন্ট
শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা, ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৪৩৯ রান দূরে থাকতেই। অর্থাৎ ফলোঅনে পড়েছে দিনেশ চান্ডিমাল বাহিনী। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যেই একটি উইকেট হারিয়ে ফেলেছে তারা।
ভারত কলম্বো টেস্টের প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৬২২ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২ উইকেটে ৫০ রান। এরপর তৃতীয় দিনের খেলায় নেমে রবিচন্দন অশ্বিনের বোলিং তোপে পড়ে মাত্র ৪৯ দশমিক ৪ ওভারেই অলআউট হয়ে যায় তারা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন নিরোসান ডিকভেলা।
ভারতের হয়ে ৬৯ রানে পাঁচটি উইকেট নেন স্পিনার রবিচন্দন অশ্বিন। দুটি করে উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা।
ফলোঅনে পড়ে শনিবার দ্বিতীয় সেশনের খেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি তাদের। স্কোরবোর্ডে মাত্র ৭ রান যোগ করতেই ইনিংসের তৃতীয় ওভারে অভিজ্ঞ উপুল থারাঙ্গাকে (২) হারায় স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলটির হয়ে ব্যাট করছেন দিমুথ করুণারত্মে ৩৩ ও কুশল মেন্ডিস ১৭। ভারতের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন উমেশ যাদব।
সংবাদমেইল২৪.কম/জেএইচজে
Posted ৫:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.