
স্পোর্টস রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আগের দুইবারেও প্লেট পর্বে চ্যাম্পিয়ন। এবারও হলো তাই। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
রোববার জাপানের দল শোনান বেলমারেকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।
ফাইনাল ম্যাচে বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ফাহিম মোর্শেদ। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধেও দুই গোল করেছিলেন ফাহিম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, জাপানের দল শোনান বেলমারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩২ মিনিটে অধিনায়ক ফাহিমের করা গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দেয় দলকে।
মক কাপের এই টুর্নামেন্টটি হয় দুই পর্বে। গ্রুপ পর্ব শেষে শীর্ষের দলগুলো নিয়ে হয় কাপ পর্ব। নিচের সারির দলগুলো নিয়ে হয় প্লেট পর্ব।
গত বুধবার গ্রুপ পর্বে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ২-১ গোলে হেরে কাপ পর্বের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।
সংবাদমেইল২৪.কম/আরআর/এসজে/এসএ
Posted ৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.