
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর প্রাথমিকে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পিইসি পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন মন্ত্রী।
এবার প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৮১ হাজার ৮৯৮ জন। আর ইবতেদায়িতে পাঁচ হাজার ৯৪৮ জন।
প্রসঙ্গত, চলতি বছর ২০ থেকে ২৭ নভেম্বর সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় হয়। প্রাথমিকে ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন এবং ইবতেদায়ীতে দুইলাখ ৫৭ হাজার ৫০০ জন এ পরীক্ষায় অংশ নেয়।
ফল জানা যাবে এই লিঙ্কে: www.dpe.gov.bd
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.