
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়,আগামী ২৩ নভেম্বর বুধবার সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা ময়দানে এই জনসভার আয়োজন করেছিলো সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে এই সমাবেশ হচ্ছে না বলে জানা গেছে।
আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল রবিবার ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামীলিগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান রবিবার বিকেলে জনসভা স্থগিতের বিষয়টি সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,ওইদিন সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন। তবে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসুচিগুলো ঠিক থাকবে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:০৭ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.