
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: আওয়ামী লীগের ২০তম কেন্দ্রীয় কমিটি নিয়ে আগামী রোববার গোপালগঞ্জ সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ সফর স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তার সফর বাতিলের এ তথ্য জানানো হয়।
(০৬ নভেম্বর) রোববার গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল এ কমিটির নেতাদের।
এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির নব গঠিত কমিটির গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২-২৩ অক্টোবর সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর তিন ধাপে ৮১ সদস্যের মধ্যে ৭৫টি পদের নাম ঘোষণা করা হয়।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৯:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.