
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া রাজধানীর নাজিম উদ্দিন রোডের কালের সাক্ষী পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২৮ বছরে নানা ঘটনার সাক্ষী পুরোনো এ কারাগারটিকে বর্তমানে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই পরিকল্পনা নির্দিষ্ট করার আগে সরেজমিনের ঘুরে দেখার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।
১৭৮৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে নির্মিত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার।
বৃটিশ আমল থেকে এখানে শুধু অপরাধীরাই বন্দী থাকেননি, থেকেছেন দেশপ্রেমিক, মানুষের মুক্তি সংগ্রামে অনেক লড়াকু বীর। রাজনৈতিক জীবনে বহুবার এখানে জেল খেটেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
কারাগারটিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার জাদুঘর নির্মাণসহ ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৬:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.