শনিবার ২৫ মার্চ, ২০২৩ | ১১ চৈত্র, ১৪২৯

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন: স্পিকার

অনলাইন ডেস্ক : | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কর্মক্ষম জনশক্তির অংশ নারীদের বাদ দিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা অর্জন সম্ভব নয়। তিনি বলেন, গার্হস্থ্য অর্থনীতি থেকে জাতীয় অর্থনীতি পর্যন্ত নারীদের সম্পৃক্ত করতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

এসপিসিপিডি প্রকল্পের আওতায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সংসদ ভবনস্থ শপথ কক্ষে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন এসিলারেটিং ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন টু রিপ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।


স্পিকার বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেও শ্রমবাজারে অংশগ্রহণে নারীরা এখনো পিছিয়ে আছে। প্রতিবন্ধকতার জায়গাগুলো চিহ্নিত করে তা দূরীকরণে উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে। শ্রমবাজারে নারীদের জন্য আরো সুযোগ তৈরিতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন-নীতি এবং যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। উপজেলা পর্যায়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদ রাখা হয়েছে, যা তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করেছে। নারীদের সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে সমাজের সকলকে সচেষ্ট হতে হবে।


সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিক্ষামন্ত্রী দীপুমনি  এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আশা টর্কেলসন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, আবিদা আনজুম মিতা এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি এবং রুমানা আলী এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংশি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস


 

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত