
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও দেশটির সংসদ সদস্য রুশনারা আলী।
বুধবার সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় দুই দেশের বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
শেখ হাসিনা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়াতে উদ্যোগী হতেও রুশনারার প্রতি আহ্বান জানান।
বৈঠকে মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এলিসন ব্লেইক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুশনারা আলী বাংলাদেশী বংশোদ্ভূত। তাঁর পৈত্রিক বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.