শনিবার ২ ডিসেম্বর, ২০২৩ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৭ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৭ কর্মকর্তা গ্রেফতার

ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশের সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।


বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এ এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।


মামলায় বিমানের তিন প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী (প্রডাকশন), এস এ সিদ্দিক (কোয়ালিটি অ্যাসুরেন্স), বিল্লাল হোসেন (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল), প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। ত্রুটি মেরামত শেষে প্রায় চার ঘণ্টা পর ফের বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে বিমানটি।


ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। বিমানের প্রাথমিক তদন্তের ভিত্তিতে পাঁচ প্রকৌশলীসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তারা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত