
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও জরুরি অবতরণের ঘটনার তদন্তে বিমানের কর্মকর্তাদের গাফিলতির প্রমাণ মিলেছে। এ ঘটনায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- ইঞ্জিনিয়ার অফিসার এসএম রোকোনুজ্জামান, সামিউলহক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস,, জাকির হোসেন ও টেকনিশিয়ান ছিদ্দিকুর রহমান।
বুধবার রাতে বিমান বাংলাদেশের জনসংযোগ মহাব্যবস্থাপক শাকিল মেরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
এর আগে আজ বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন।
বিমানের তেল সঞ্চালন পাইপের ‘নাট ঢিলা’ হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ক্রটি দেখা দিয়েছিল বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “বিমানের চেয়ারম্যান জানিয়েছেন, তিনটি ফ্যাক্টর বিবেচনায় আনা হয়েছে- যান্ত্রিক ত্রুটি কি না? পরিবেশগত ব্যাপার কি না (বেশি ঠাণ্ডা বা ঝড় কি না) এবং হিউম্যান ফ্যাক্টর ইনভলম্ব কি না?”
“হিউম্যান ফেইলর ফ্যাক্টর প্রধান বলে তারা চিহ্নিত করেছেন। হিউম্যান ফেইলর ফ্যাক্টরকে চিহ্নিত করার ভিত্তিতে পাঁচজন অথবা এক-দুজন বেশিও হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে ম্যানেজমেন্টকে জানিয়েছে। আশা করি আজ রাত বা কাল সকালের মধ্যে সে ব্যবস্থা তারা নেবেন”যোগ করেন মন্ত্রী।
প্রসঙ্গত, রোবার হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সেখানে চারঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়।
ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বুদাপেস্টে পৌঁছান।
এ ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.