
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
আগামী ১২ জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার কথা ছিল আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নোটিশ অনুযায়ী স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন থাকলেও ওইদিন তিনি বক্তব্য রাখছেন না।
সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ‘সংবাদমেইল টোয়েন্টিফোর ডটকম’ কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী ১২ জানুয়ারি বক্তব্য রাখবেন না। তবে পরবর্তীতে তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে কি বলতেন, তাই পুরো সিলেট বিভাগের সকল শ্রেণীপেশার জনগণ শোনার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনিবার্য কারণবশত বক্তব্য বাতিল হওয়ায় অনেকটাই নিরাশ হয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন এ জন্য সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় প্রশাসনের উদ্যোগে সভা সম্পন্ন করে প্রস্তুত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ২:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.