
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ভারত সফর শেষে দেশে ফেরার দিন ১১ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আগামী ১০ এপ্রিল বিকেলে রাজধানীর বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।”
প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, “বিএনপির সব অভিযোগ অবাস্তব, কাল্পনিক ও ভিত্তিহীন।”
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ-সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.