
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ওই বিমানবন্দরে নামতে বাধ্য হয়।
রোববার সকালে প্রধানমন্ত্রীকে নিয়ে হাঙ্গেরির পথে ঢাকা ত্যাগ করেছিল বিমানটি।
বিমানের জনসংযোগ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটি প্রধানমন্ত্রীকে বহন করছিল। যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা তুর্কমেনিস্তানের আসগাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। মেরামত কাজ চলছে। সময় বেশি লাগলে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে যোগ দিতে বুদাপেস্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা সঙ্গে আছেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস
Posted ৬:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.