
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
দায়িত গ্রহণের এক বছরের মাথায় মেয়র শফি আলম ইউনুছের নিরলস প্রচেষ্ঠায় কুলাউড়া পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নিত হয়েছে।
রাষ্টপতির আদেশক্রমে (০২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কুলাউড়া পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নিত করার বিষয়টি মেয়রকে জানানো হয়।
কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ সংবাদমেইলকে জানান, আমি গত বছরের ০১ ফেব্রুয়ারী ২০১৬ সালে শপথ গ্রহণের মাধ্যমে কুলাউড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করি। সকলের সহযোগীতায় এক বছরের মাথায় কুলাউড়া পৌরসভা এ গ্রেডে উন্নিত করা সম্ভব হয়েছে। আশা করছি আমার মেয়াদকালীন সময়ে কুলাউড়া পৌরসভার আরো উন্নয়ন সম্ভব হবে।
পাশাপাশি তিনি বলেন,কুলাউড়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নিত করায় বাংলাদেশ আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,স্থানীয় সরকার মন্ত্রী,সচিব,জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর কুলাউড়া পৌরসভা ঘোষণা করা হয়। দুই দশকে সি থেকে বি এবং বি থেকে এ গ্রেডের পৌরসভা উন্নিত হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.