
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা: জিততে হলে করতে হবে ৩২৫ রান। ডাম্বুলার রণগিরি ভেন্যুতে তিনশ রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোন দলের। বাংলাদেশের বিরুদ্ধে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে। সেই অসাধ্য সাধন করতে শনিবার প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক শিবির। প্রথম ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
তৃতীয় বলেই লঙ্কান ওপেনার দানুষ্কা গুণাথিলাকাকে এলবির ফাঁদে ফেলেন ম্যাশ। লঙ্কান দলীয় স্কোর তখন শূন্য। প্রথম ওভার মেডেনসহ এক উইকেট নেন মাশরাফি।
এর আগে ব্যাট করতে নেমে রেকর্ড গড়া ইনিংস উপহার দেয় বাংলাদেশ। ৫ উইকেটে টাইগার শিবির করে ৩২৪ রান। যেখানে ১২৭ রানের ঝলমলে ইনিংস খেলেন হার্ড হিটার তামিম ইকবাল। ফিফটি করেন সাব্বির ও সাকিব।
৩২৪ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস বাংলাদেশের। আগেরটি ছিল ২৬৫ রান, মোহালিতে, ২০০৬ সালে।
ডাম্বুলার রণগিরি ভেন্যুতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে কোন দলের সর্বোচ্চ রানের ইনিংস এটি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। প্রথম দুটি পাকিস্তানের বিরুদ্ধে, ৩২৯, ৩২৬। ৩২৪ রানের ইনিংস শ্রীলঙ্কার বিরুদ্ধে সব দল মিলিয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.