
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
(২৩ এপ্রিল) মঙ্গলবার বিকাল ৫টায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্তরে উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জুড়ীর সাংবাদিক চম্পুসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। সেই সাথে বিভিন্ন সাংবাদিকের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দাবি করেন।
Posted ৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.