
শরীফ আহমেদ, নিউজ এডিটর। সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার: জেলার ১৫ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে স্থানীয় প্রশাসনের কাছে বিশেষ নিরাপত্তা চেয়েছেন প্রতীকে জয়ী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য এমএম শাহীন।
লিখিত আবেদন সুত্র মতে, চেয়ারম্যান প্রার্থী ও সাবেক এমপি এমএম শাহীন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বরাবরে লিখিত আবেদনের মাধ্যমে এ নিরাপত্তা চেয়েছেন। এছাড়াও জেলা পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ বরবারে এ আবেদন পত্র প্রেরণ করছেন। তিনি আবেদনে উল্লেখ করেন জেলার মোট ১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ঝুঁকিপূর্ণ রয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ০১ নং ওয়ার্ডের পাথারিয়া ছোটলিখা উচ্চ বিদ্যালয়, ০৩ নং ওয়ার্ডের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৫ নং ওয়ার্ডের বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৬ নং ওয়ার্ডের নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, ০৭ নং ওয়ার্ডের নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয়,০৯ নং ওয়ার্ডের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং ওয়ার্ডের এএটিএম বহুমূখী উচ্চ বিদ্যালয়।
জানা যায়, জেলা জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে ক্ষমতাসীন আ.লীগ সমর্থিত হ্যাভিওয়েট চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান ‘চশমা’ প্রতীক ও (স্বতন্ত্র) হ্যাভিওয়েট চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের এম এম শাহীন ‘আনারস প্রতীকের মধ্যে লড়াই হবে।
এছাড়াও চেয়ারম্যান প্রার্থী রয়েছেন (আ.লীগ বিদ্রোহী) জেলা আ.লীগের সদস্য এম.এ রহিম শহীদ (সিআইপি) ‘মোটর সাইকেল’, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক (আ.লীগ বিদ্রোহী প্রার্থী) সাহাব উদ্দিন সাবুল ‘প্রজাপতি’ প্রতীক,স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের চেয়ারম্যান সুয়েল আহমদ ‘তালগাছ’ প্রতীক।
এদিকে গত (১২ ডিসেম্বর) সোমবার সকালে জেলার পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী ‘আনারস প্রতীক’ চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে লাটারী টানলে শেষ পর্যন্ত এম এম শাহীনের ভাগ্যে জোটে জনপ্রিয় প্রতীক আনারস। এম এম শাহীন বিগত ২০০১ সালে ব্যাক্তি ইমেজকে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বাংলাদেশ আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক ডাকসুর ভিপি,সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক দেখান। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে ফের চমক দেখাতে পারেন বলে ব্যাপক আলোচনা চলছে পুরো জেলার জনপ্রতিনিধিদের মধ্যে।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী এমএম শাহীনের লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ৬ চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৬ জন এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী। আগামী (২৮ ডিসেম্বর) বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন জেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে (১৫টি ওয়ার্ড) মোট ৯৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ৯:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.