
বিজ্ঞপ্তি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | প্রিন্ট
গত ১২ জুলাই অনলাইন নিউজ পোর্টাল জিবি বার্তা ও সময়ের কলমে প্রকাশিত “কুলাউড়ার রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় রাতের অন্ধকারে প্রভাবশালী মহল কর্তৃক এক নিরীহ লোকের খরিদা ভূমি দখল করে পাকার পিলার তৈরী করা হয়েছে” শীর্ষক সংবাদটি আমার দৃস্টিগোচর হয়েছে। এতে লিখা হয়েছে আমরা নাকি ৮ জুলাই রাতে মুকুন্দপুর গ্রামের আকলু মিয়ার বাড়ির পাশ্ববর্তী যায়গায় তার খরিদকৃত ২২ শতক ভূমি দখল করে পাকার পিলার তৈরী করে ফেলেছি যা সম্পুন মিথ্যা, বানোয়াট ও ভিক্তিহীন একটি সংবাদ।
প্রকৃতপক্ষে এই ২২ শতক জায়গা আমাদের বাপ দাদার মৌরসি সম্পত্তি হিসেবে আমরা ঘর নির্মান করে দীর্ঘ দিন থেকে বসবাস করে আসছি। এই জায়গার ৩০- ৩১ ধারার রায় আমাদের নামে গ্যাজেট রয়েছে, এছাড়াও এস এ ফর্সা, মাঠ ফর্সা ও প্রিন্ট ফর্সা আমাদের নামে রয়েছে। কিছুদিন আগে নতুন করে আরেকটি বসতঘর তৈরির উদ্যেশে আমরা নির্মান সামগ্রী নিয়ে আসলে আকলু মিয়া গংরা আমাদের কাজে বাধাঁ প্রদান সৃস্টি করছে। আমরা আমাদের বৈধ জায়গায়ই ঘর নির্মান করে যাচ্ছি কিন্তু একটি আকলু মিয়া গংরা আমাদের বৈধ জায়গার কাজে বাধাঁ দিয়ে উল্টো আমাদের বিরুদ্বে মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে। আমাদের বিরুদ্বে প্রকাশিত এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
সুহেল আহমেদ
গ্রাম মুকুন্দপুর, রাউৎগাঁও,কুলাউড়া।
Posted ৫:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.