
প্রেস বিজ্ঞপ্তি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৮ জুন ২০১৮ | প্রিন্ট
আমি মাওলানা আব্দুল জব্বার, রবিরবাজার দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও রবিরবাজার জামে মসজিদের খতিব।
কুলাউড়া থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যা আমার ব্যক্তিগত মান সম্মান ক্ষুন হওয়ার শামিল। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সংবাদ প্রচার করায় আমি এবং আমার দলের (বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ) আত্মসম্মান ধুলিসাত করতে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করিয়েছে। সংবাদে যে বিষয়টির উপর ভিত্তি করে আমাকে জড়ানো হয়েছে সত্যিকার অর্থে এসবের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। কেননা দারুল ক্বেরাতে শিক্ষার্থীরা ভর্তি হয় ১ রমজান থেকে ৩ রমজান পর্যন্ত। আর আমি পবিত্র উমরা হজ পালন করতে সৌদি আরব অবস্থান করি ৪ রমজান পর্যন্ত। অন্যদিকে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের নেতৃবৃন্দরা প্রতিষ্ঠানে অডিট সম্পন্ন করেন ১০ রমজান। আর আমি ৮ রমজান থেকে ১৩ রমজান পর্যন্ত সরকারি ট্রেনিংয়ে ছিলাম।
এখানে স্পষ্ট শিক্ষার্থী ভর্তি কিংবা অডিটের সময়ে প্রতিষ্ঠানে আমি ছিলাম না। যেখানে আমি ছিলামিনা সেখানে এসবের সাথে আমি জড়িত কি করে হই সেটা কি ওই সংবাদিক মহোদয় বিবেচ্য বিষয় ছিল না? অন্যদিকে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্টের একটি অভ্যন্তরীণ প্রতিবদেনের কপি পাবলিক প্লেসে আসা ষড়যন্ত্রের শামিল বলে মনে করি।
মাওলানা আব্দুল জব্বার
অধ্যক্ষ
দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসাহ,রবিরবাজার,কুলাউড়া
সংবাদমেইল২৪.কম/প্রেস বিজ্ঞপ্তি/এনআই
Posted ২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.