স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০ | প্রিন্ট
করোনা ভাইরাসের সংক্রমণ করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র ও দিনমজুর কর্মহীন মানুষের মধ্যে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেছেন রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আবু মো. নাসির উদ্দীন ।
গত (১ এপ্রিল) বুধবার দুপুরে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামে দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, পিয়াজ, আলু, ডাল, লবন বিতরন করা হয় এসময়।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, উদ্যোক্তা আবু মো. নাসির উদ্দীন, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, এম.এ কাইয়ুম, সমাজসেবক এম. এ নূর, মো. শাহিদ আলী, মো. গোলাম হোসাইন, বেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবু মো. নাজিম উদ্দীন, মখলিস মিয়া, আব্দুল বারী, সায়নান উদ্দীন প্রমুখ।
আবু মো. নাসির উদ্দীন জানান, কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সাধারন মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি সমাজের বিত্ববানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
Posted ৪:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.