
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। পাশাপাশি পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল পাচ্ছেন তিনি।
জেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য শামছুন্নাহারকে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পদকটি দেয়া হবে।
২০১৫ সালে চাঁদপুরের পুলিশ সুপার পদে যোগ দেন শামছুন্নাহার।
শামছুন্নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন। তাঁর বাবা ফরিদপুরের প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা শামছুল হক ভোলা মাস্টার। দুই সন্তানের জননী শামছুন্নাহারের স্বামী হেলাল উদ্দিন আমেরিকা প্রবাসী।
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.