
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আগের পুলিশ আর বর্তমানের পুলিশ এক নয়। এখন পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি দক্ষ, মেধাবী। এ বাহিনীকে আরো জনবান্ধব ও সেবামুখি করতে আধুনিকায়নের কাজ চলছে। জনগণের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যদেও দায়িত্ব পালন নিয়ে দায়িত্ব পালন বিশ্বব্যাপি প্রশংসা কুড়াচ্ছে। এখন আগের চেয়ে বেশি পুলিশের জবাবদিহীতা বেড়েছে। সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশের বিভিন্ন স্থর চালু রয়েছে।
তিনি (২৯ নভেম্বর) মঙ্গলবার মৌলভীবাজার জেলার বড়লেখায় নবনির্মিত থানা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে পুলিশ প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও এসএসপি (সদর) শাহীন আহমদের পরিচালনায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, কেন্দ্রিয় আ’লীগের কার্যকরী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। সেখানে রোহিঙ্গাদের উপর নিপীড়ন হছে। তারা বাধ্য হয়ে মতৃভূমি ত্যাগ করছে। আসার সময় নানা বিপৎসংকুল পরিস্থিতিতে আসছে। আমরা তাদের মানবিক সহায়তা করছি। পরিস্থিতি শান্ত হলে তাদের ফেরত পাঠানো হবে।’
৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বড়লেখা থানা ভবনের কাজ বাস্তবায়ন করেছে।
সুধী সমাবেশ শেষে বিকেলে বড়লেখা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদমেইল২৪.কম/এআর/এনএস
Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.