
নিজস্ব প্রতিবেদক,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেলেন বড়লেখা থানাধীন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মহিন উদ্দিন।
(২৮ নভেম্বর) বৃহস্পতিবার এএসআই থেকে এসআই পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মহিন উদ্দিনকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে র্যাংক ব্যাচ পরিয়ে দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের সেবার মন মানষিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য,মোঃ মহিন উদ্দিন ২০০৫ সালে আগষ্ট মাসে বাংলদেশ পুলিশ বাহীনিতে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন সময়ে দক্ষতার সহিত হবিগঞ্জ জেলার মাধবপুর,লাখাই ও সর্বশেষ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা দায়িত্ব পালন করেন। বর্তমানে বড়লেখা থানাধীন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।
মহিন উদ্দিন, চাঁদপুর জেলার মৃত আবদুল বারেকের পুত্র। ব্যক্তিগত জীবনেন তিনি বিবাহিত, ১ মেয়ে সন্তানের জনক। তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.