
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট: পুলিশি বাধার মুখে সমাবেশ করতে পারেনি সিলেট বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থেকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার কথা ছিল তাদের। কিন্তু দুপুর থেকে সেখানে অবস্থান নেয় পুলিশ।
বিকেল সোয়া ৩টার দিকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের মাঠে প্রবেশ করতে দেয়নি।
আলী আহমদ বলেন, “পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে পুলিশ অবস্থান নিয়ে গেট বন্ধ করে দেয়।”
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, “সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। অনুমতি না থাকায় আমরা তাদের সমাবেশ করতে বাধা দিয়েছি।”
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.