
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: নতুন পাঠ্যপুস্তকে ভুলের ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার এবং ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী।
তিনি বলেন, “পাঠ্যপুস্তকে ভুল-ক্রটির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের বই এনসিটিবির মাধ্যমে ছাপানো হলেও সরকারের এই সংস্থাটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।
নতুন পাঠ্যবইয়ের ভুল নিয়ে ফেসবুকে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এর পর ওইসব ভুল-ক্রটি পর্যালোচনায় একটি কমিটি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বছরের প্রথম দিন ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করে সরকার।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:২২ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.