
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
এ যেন মরার উপর খারার ঘা। প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে পাকিস্তান। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে পাত্তাই পায়নি পাক শিবির। হারতে হয়েছে আট উইকেটে। এমন বিরূপ পরিস্থিতিতে দলের অধিনায়ক মিসবাহর উপর বসেছে নিষেধাজ্ঞার খড়গ।
স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মিসবাহ উল হক। ফলে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া হ্যামিল্টন টেস্টে দেখা যাবে না তার।
নিষিদ্ধ না হলেও হয়তো তার খেলা হতো না। কারণ শ্বশুরের মৃত্যুর কারণে পাকিস্তানে চলে গিয়েছেন মিসবাহ।
ক্রাইস্টচার্চ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করেছিল পাকিস্তান। ফিল্ডিংয়ে দেরির করার শাস্তি হিসেবে অধিনায়ক মিসবাহকে নিষিদ্ধ করেছে আইসিসি। জরিমানা দিতে হবে ম্যাচ ফির ৪০ শতাংশ। বাকি খেলোয়াড়রাও ছাড় পাচ্ছে না। তাদের দিতে হবে ২০ শতাংশ জরিমানা।
আইসিসির নিয়ম অনুযায়ী ১২ মাস সময়ের ব্যবধানে যদি কোনো দল দুইবার স্লো ওভার রেটের নোটিশ পায়, তাহলে সেই দলের অধিনায়ক তাৎক্ষণিকভাবে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.