
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ মে ২০১৮ | প্রিন্ট
ছবি: পাওয়ার অব নেচার কুলাউড়া’র ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথিবৃন্দ
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন পাওয়ার অব নেচার কুলাউড়া’র ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
(৫ মে) শনিবার সন্ধ্যায় রেলওয়ে রিক্রেয়েশন ক্লাবে সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফয়জুর রহমান রাব্বির সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা লোকমান সিদ্দিকি,সংগঠনের উপদেষ্ঠা রফিকুল ইসলাম মামুন,কুলাউড়া উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক ও ব্যবসায়ি কল্যাণ সমিতির ২নং ওয়ার্ড সদস্য অশোক চন্দ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যম, ব্যবসায়ি কল্যাণ সমিতির ৮নং ওয়ার্ড সদস্য এইচ ডি রুবেল, ছাত্রনেতা আতিকুল ইসলাম আতিক।
ছবি: উপস্থিত অতিথি সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে নেয়ে কেক কাঁটছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ, ইকবাল আহমদ সুমন, আহমেদ রিপন,নিতাই চন্দ, সংগঠনের সদস্য নুরুল ইসলাম সায়েম, তানিম আহমদ, শেখ তায়েফ, মাফিক আহমদ, শাকিম আহমদ, নিশাত, ছনি, নাইম,রেদোয়ান, এনামুল, জাকির, ফরহাদ, তরিক,মাহিন প্রমূখ।
উল্লেখ্য, কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন পাওয়ার অব নেচারের ১ম বর্ষপূতি উপলক্ষে দিন ব্যাপি কর্মসূচি অনুযায়ী প্রথমে পুরো শহর প্রদক্ষিণ করে র্যালি,দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাঁটা হয়।
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ১০:২১ অপরাহ্ণ | শনিবার, ০৫ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.