
পর্তুগাল সংবাদদাতা: | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
পর্তুগালে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২১ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজীর সঙ্গে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তারিক আহসান পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সঙ্গে প্রথম বৈঠক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তার বিভিন্ন কর্মকাণ্ড সবার উদ্দেশে উপস্থাপন করেন। তিনি পর্তুগালের সব লেখক-সাংবাদিকদের সমন্বয়ে একটি সুষ্ঠু সুশৃঙ্খল প্রেস ক্লাব গঠনের জন্য সবাইকে অভিবাদন জানান।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যগণের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজী বলেন, পর্তুগালে যাতে কেউ অনৈতিকভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে এখানে আশ্রয় লাভ করতে না পারে সেই বিষয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
সমাপনী পর্বে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কর্মকাণ্ড ও এখানে উপস্থিত হয়ে একটি সুন্দর গঠনমূলক আলোচনার জন্য উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#
Posted ১২:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.