পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ৫টি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে।
হিসাব রক্ষক পদে নেয়া হবে একজনকে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
কম্পিউটার অপারেটর পদে চারজনের নিয়োগ হবে। প্রার্থীদের স্নাতক পাস হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর পদে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা নিরূপন পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। অফিস সহায়ক পদে চারজনের নিয়োগ হবে। এসএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য সর্বোচ্চ বয়স হতে পারে ৩২ বছর।
আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল ২০১৮। আবেদন পাঠাতে হবে ‘অতিরিক্ত সচিব (প্রশাসন), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ই-২৭/এ, আগারগাঁও, পরিসংখ্যান ভবন, ১১ তলা, ঢাকা-১২০৭’ এই ঠিকানায়।
আবেদনপত্র সংগ্রহ করার জন্য www.sid.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন।