
চট্রগ্রাম প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
অধ্যক্ষ এবং কোচিং ব্যবসায়ীকে মারধরের ঘটনা যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর সংগঠন থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
তবে পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি অব্যাহতিপত্র প্রেরণ করেন।
রনি অব্যাহতিপত্র বলেন, “পিতা মুজিবুরের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সম্পাদক পদ থেকে আমি স্বজ্ঞানে অব্যাহতি নিলাম।”
“একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এমতাবস্তায় সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আবেদন করছি।”
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ৯:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.