
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানান তিনি।
নিউজিল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজিল্যান্ড হেরাল্ডস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার হঠাৎ এমন ঘোষণা দেন জন কি।
এ বিষয়ে কি জানান, পদত্যাগের ঘোষণা তার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। পরবর্তী সময়ে কী করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত না। পারিবারিক কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তিনি।
এদিকে নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা ঠিক করতে বৈঠকে বসবে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি।
নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরের নির্বাচনে জয়ের পর ন্যাশনাল পার্টির সরকারে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন জন কি। ২০১৭ সালে নির্বাচনেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.