
জুড়ী প্রতিনিধি | রবিবার, ২৬ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ।
গত ১২ নভেম্বর নির্বাচন কমিশন তফশীল ঘোষনার পর থেকে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিশেষ করে আওয়ামীলীগের প্রার্থী কে হচ্ছেন এনিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। বর্তমান চেয়ারম্যান ফয়াজ আলী ও সাবেক চেয়ারম্যান মাসুক আহমদের মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তুমুল লড়াই শুরু হয়।
স্থানীয়ভাবে সমঝোতা বৈঠকেও কোন সমাধান না হওয়ায় উপজেলা থেকে শুরু করে জেলা এমনকি কেন্দ্র পর্যন্ত উভয়ই জোর লবিং চালান। শেষ মেষ ২৫ নভেম্বর কেন্দ্র থেকে নৌকার কান্ডারী হিসাবে মাসুক আহমদকে চুড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়।
Posted ৭:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.