শনিবার ১০ জুন, ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০

‘নো টাইম টু ডাই’

বিনোদন ডেস্ক : | রবিবার, ১০ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

‘নো টাইম টু ডাই’

২০২০-এর এপ্রিলে মুক্তির কথা থাকলেও করোনার কারণে বারবার পিছিয়েছে তারিখ। অবশেষে গত সপ্তাহে যুক্তরাজ্যসহ ৫৪টি দেশে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নো টাইম টু ডাই’। ড্যানিয়েল ক্রেগ, লিয়া সিডাউক্স, বেন হুইশ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেকের মতো তারকাবহুল এই সিনেমাটি ঢাকাই দর্শকদের দেখার সুযোগ করেছে দিয়েছে স্টার সিনেপ্লেক্স।

৮ অক্টোবর শুক্রবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়া আগামী ২৯ অক্টোবর চীনে মুক্তি দেওয়া হবে এটি। চীন ছাড়াও চলতি মাসে ফ্রান্স, রাশিয়া ও উত্তর আমেরিকায় মুক্তি পাবে সিনেমাটি। তবে সিনেমার সবচেয়ে বড় বাজার চীনে মুক্তির আগেই আয়ের রেকর্ড গড়ার পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসার জোয়ারে ভাসছে সিনেমাটি। মুক্তির প্রথমদিনেই সিনেমাটি ৫৪টি দেশ থেকে আয় করেছে ১১৯ মিলিয়ন ডলার।

ইউনিভার্সাল পিকচার্সের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমে জানানো হয়, করোনা শুরুর পর ‘নো টাইম টু ডাই’-ই প্রথম সিনেমা, যেটি চীন ছাড়াই ১০০ মিলিয়ন ডলার আয় করেছে। এছাড়া যুক্তরাজ্যে মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের রেকর্ড ভেঙেছে নো টাইম টু ডাই। গত সপ্তাহে শুধু মাত্র যুক্তরাজ্যে সিনেমাটির আয় ২৫ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড!

উল্লেখ্য, এর আগে ‘স্কাইফল’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছিল ২০ দশমিক ২ মিলিয়ন পাউন্ড এবং ‘স্পেক্টর’ আয় করেছিল ১৯ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। তবে চীনে মুক্তির পর ২০০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি এই সিনেমাটির মূলধন উঠে আসার আশা করছেন নির্মাতারা।
Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত