
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: এভারটন ডিফেন্ডার স্যামুয়েল কোলম্যানের মুখে বুট দিয়ে ঘুতো মারায় নিষিদ্ধ হতে পারেন ম্যানইউ ফরোয়ার্ড জাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে এভারটন-ম্যানইউ ম্যাচটি ১-১ গোলে নিস্ফলা থাকে। ওই ম্যাচে কদর্য এক ফাউল করে বসেছিলেন সাবেক প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সুইডিশ ফরোয়ার্ড। ম্যাচ চলাকালে রেফারি বা লাইন্সম্যানরা তা ধরতে পারেননি। তবে খেলা শেষে ভিডিওতে স্পষ্টভাবে তা দেখা গেছে। পরে বিষয়টি রেফারিদের প্যানেলে আলোচিতও হয়েছে।
এখন চারদিকে ফিসফাস- নিষিদ্ধ হতে চলেছেন ইব্রা। বিষয়টি নামী ফুটবলারের কানেও পৌঁছে গেছে। তাই নিজেকে নির্দোষ প্রমাণে এক ভিডিও বার্তায় সুইডিশ তারকা বলেন, “আমি শুনেছি একজন ধারাভাষ্যকার বলছিলেন আমি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের মুখে ইচ্ছা করেই বুট দিয়ে আঘাত করেছি। কিন্তু সেটা ছিল ফিফটি-ফিফটি একটা ডুয়েল। তাতে কোলম্যান আমাকে মাটিতে ফেলে দেয়। বিশ্বাস করুন- আমি যদি কাউকে আঘাত করতে চাই তার নীতিগত পদ্ধতিটা জানা রয়েছে আমার।”
সঙ্গে আরো যোগ করেন, “কীভাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে মাটিতে ফেলে দিতে হবে তা জানা থাকে ফুটবলারদের। সবাইকে কেবলমাত্র এই কথাটাই বলতে চাই আমি কোনও অন্যায় করিনি। সেক্ষেত্রে ওকে ইচ্ছাকৃতভাবে মুখে ঘুতো মারার প্রশ্নই ওঠেনা।”
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ১২:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.