
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২০ মে ২০১৮ | প্রিন্ট
ওবায়দুল কাদের: ফাইল ফটো
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই সুন্দর সুন্দর কথা বলে, পরামর্শ দেয়। তারা বলে, বিএনপিকে নির্বাচনে আনার কোনো উদ্যোগ সরকার নিয়েছে কি না; বিএনপি না এলে তারাও নির্বাচনে যাবে না। আপনিও না এলেও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে। নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। নির্বাচনে না গেলে না যান, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
যুবলীগ চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট বক্তব্য দেন।
বিএনপি নির্বাচনে জয়ের নিশ্চয়তা চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি চায় জাতীয়তাবাদী বিচার বিভাগ; তারা চায় জেতার নিশ্চয়তা দেবে এমন নির্বাচন কমিশন। নির্বাচনে হারলে বলে মানি না মানব না। এখন তারা ‘মানি না মানব না’ দলে পরিণত হয়ে গেছে।”
ঈদ সামনে রেখে সড়ক সংস্কারের নামে সরকার সমর্থকরা লুটপাট করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য তুলে ধরে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “সংস্কার করবো না? ধরিয়ে দিন, কোথায় সরকার সমর্থকরা আছে। এই এই মন্ত্রণালয়ে আমি সাত বছর ধরে দায়িত্বে আছি। আমার কোনো যুবলীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে সচিবালয়ের বারান্দায় কখনো দেখিনি।”
তিনি বলেন, “কাজের জন্য আমাদের কর্মীরা আসে না। কিন্তু বিএনপির আমলে তাদের নেতাকর্মীদের জন্য সড়কে, স্থানীয় সরকারে বারান্দা দিয়ে প্রবেশ করা যেত না।”
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর এমন অভিযোগ জনগণ গ্রহণ করবে না।” তিনি বলেন, “তারপরও এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিলে কেউ গ্রহণ করবে না। এটা বিএনপিরই প্র্যাকটিস, তাদেরই অভ্যাস।”
Posted ৫:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২০ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.