বুধবার ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২ আশ্বিন, ১৪৩০

নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে-মোহাম্মদ নাসিম

বিশেষ প্রতিনধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট  

নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে-মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম মৌলভীবাজারে এলেন। বক্তব্য রাখলেন। কিন্তু তার বক্তব্য থেকে মৌলভীবাজার বাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজের কোন ঘোষণা আসলো না। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি নির্বাচনের আগে মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়ে বলেন কিছু দাবি এখন পুরণ করব না। নির্বাচনে জিতলে পুরণ করা হবে। তাই আপনারা হাত তুলে ওয়াদা করেন। এই সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চান।’

(০৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ২ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন এবং পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় সম্প্রসারিত নবনির্মিত হাসপাতাল ভবনেরও উদ্বোধন করেন।


মন্ত্রী জুড়ী আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী নির্বাচন নিয়ে কোন ফাউল খেলা খেলবেন না। যদি কোন ফাউল খেলা খেলেন তবে খেলার মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে রেফারি বের করে দেবে। নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সে নির্বাচনে লড়াই করব এবং আমরা জিতব।

তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন শুরু করতে চেয়েছিলাম। কিন্তু জ্বালাওপুড়াও শুরু করলো খালেদা জিয়ার দল। নির্বিচারে পুলিশ হত্যা করলো, মানুষকে হত্যা করলো। ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ‘ল’ থাকতো। বিএনপিকে হুশিয়ারী দিয়ে তিনি আরো বলেন, মেসি ও নেইমার গোল মিস করতে পারে, কিন্তু শেখ হাসিনা এবারও গোল মিস করবেন না।


স্বাস্থ্যমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, ‘বিগত নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসায় আপনারা উন্নয়ন পাচ্ছেন। এখন ভোটের মাধ্যমে তা ফেরত দেওয়ার পালা। গত দশ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দিয়েছেন। জনগণের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন নতুন কমিনিউটি ক্লিনিক হচ্ছে। সে ধারাবাহিকতায় আরো ৭ হাজার ডাক্তার নিয়োগ হবে। জুড়ীতেও কমিউনিটি ক্লিনিক হবে। আমার মেয়াদকালীন সময়ে জুড়ী ও বড়লেখা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন হল।’

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘এই মাসেই আপনাদের হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেয়া হবে। পাশাপাশি এ হাসপাতালে চিকিৎসক ও নতুন সরঞ্জাম দ্রুত সময়ে পৌঁছে যাবে। তাছাড়া মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তবে কিছু দাবি এখন পুরণ করব না। নির্বাচনে জিতলে পুরণ করা হবে। তাই আপনারা হাত তুলে ওয়াদা করেন। এই সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চান।


জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রিংকু রঞ্জন দাস ও শেখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় জুড়ী হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল এম.এ মুহিত, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আ.লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. বিনেন্দু ভৌমিক, বড়লেখা পৌরমেয়র ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমদ প্রমুখ।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১০:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত