
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ওশেনিয়া অঞ্চলের দ্বীপ দেশ নিউ জিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অ্যাম্বারলে থেকে ৪৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, ক্রাইস্টচার্চ থেকে ৮৬ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে; উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
নিউজি ল্যান্ডের স্থানীয় সময় রোববার রাত ১২টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২) এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস।
ভূমিকম্পের পর প্যাসিফিক সুনামি ওয়ার্কিং সেন্টার কোনো সতর্কতা জারি করেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
নিউজিল্যান্ডের ওই এলাকায় ৬.৩ মাত্রার ভূমিকম্পে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২০১১ সালের ওই ঘটনায় প্রায় ২০০ মানুষের প্রাণহানি হয়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.