যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার প্রবাসীদের অন্যতম প্রাচীন এবং বৃহৎ আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ‘মাহবুব-মান্নান প্যানেল’ জয় পেয়েছে। ১০ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে ৫ হাজার ৩৬৩ ভোটারের ৩ হাজার ২৫৭ জন ব্যালট যুদ্ধে অংশ নেন বলে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে। সভাপতি পদে আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন ১ হাজার ৮৪৭ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী মিসবাহ আহমেদ পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।
অপরদিকে সেক্রেটারি পদে নাজমুল হক মাহবুব বিজয়ী হয়েছেন ১ হাজার ৬৬০ ভোট পেয়ে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রেজাউল আলম অপু পেয়েছেন ১ হাজার ৪৭০ ভোট। বিজয় মিছিলের মাধ্যমে ওজনপার্ক আল মদিনা পার্টি হলে জড়ো হন বিজয়ী প্যানেলের সমর্থকরা ।
উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজারের বহু প্রবাসী বাস করেন কুইন্সের ওজনপার্ক এলাকায়। এ সময় অনেকে পার্টি হলে এসে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে ভোট কেন্দ্র ‘জয়া হলে’ ফলাফল ঘোষণার পরই বিজিতরা অভিনন্দন জানান বিজয়ীদেরকে। এরমধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার বিরোধের শান্তিপূর্ণ অবসান ঘটে।
বিজয়ী অপর প্রার্থীরা হলেন সহ-সভাপতি-ফয়জুর মিয়া, সহ-সাধারণ সম্পাদক-আব্দুন নূর হারুন, কোষাধ্যক্ষ-আব্দুল মান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক-আবু তৈয়ব মোহাম্মদ তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-অনীক রাজ, দপ্তর সম্পাদক-আব্দুল হামিদ, প্রচার সম্পাদক-এম এ হাকিম, ক্রীড়া সম্পাদক-কিবরিয়া আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক-আকতারুজ্জামান শাহীন মালিক, মহিলা সম্পাদক-নাজমা আহমেদ। বিজয়ী কার্যকরী সদস্যরা হলেন মো. খলকুর রহমান, জামাল হোসেন, মো. রাজ্জাক মুন্না, নূরউদ্দিন, ফখরুল হক, হোসেন আহমেদ এবং মো. আবু তাহের।