
নিউইয়র্ক প্রতিনিধি: | সোমবার, ৩০ আগস্ট ২০২১ | প্রিন্ট
নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক।
(২৭ আগষ্ট) শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদ প্রাঙ্গনে ‘ইকনা’র সহযোগিতায় এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি মো. শামিম মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, প্রচার সম্পাদক গোলাম মুহিত, কার্যকরী সদস্য মো. আব্দুল বাছির খান, মো. রেজা খান ও রুবেজ সিদ্দিক, কমিউনিটি এক্টিভিস্ট কফিল চৌধুরী, নজরুর ইসলাম প্রমুখ।
সহযোগিতায় ছিলেন সংগঠনের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, আইমান মিয়া সাদাফ প্রমুখ। বাংলাদেশী কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে ফ্রুটস ও ভেজিটেবলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ব্রঙ্কসের প্রাচীনতম এ সংগঠনটি দীর্ঘ সময় ধরে মানব সেবায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা সত্যই প্রশংসনীয়।
Posted ৪:০৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.