
যুক্তরাষ্ট্র সংবাদদাতা: | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
নিউইয়র্কে এক মঞ্চে সৈয়দ আব্দুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা
বাংলাদেশের দুই গুণী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা নিউইয়র্কে এক মঞ্চে গান গেয়েছেন। হলভরা দুই শতাধিক দর্শক পিনপতন নিরবতায় রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুনেছেন তাদের গান।
রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, পূর্ববঙ্গে বসবাসের অভিজ্ঞতার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ‘রবীন্দ্রনাথ’ হতে পেরেছেন।
নিউইয়র্কের দর্শকের প্রশংসা করে বন্যা বলেন, শিল্পী এবং শ্রোতার মধ্যে একটা সংযোগ থাকে। সংযোগ ভালো হলে গান এগিয়ে যায়।
সৈয়দ আব্দুল হাদী বলেন, আমি বন্যার গান খুব উপভোগ করেছি। আপনারা আমার গান এমন তন্ময় হয়ে শুনছেন যা আমার জন্য এক অশেষ সম্মানের। আপনাদের এমন ভালোবাসা পেলে গান গেয়ে যেতে চাই আরও।
অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, এমন দুই গুণী শিল্পীকে নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের। অনেকদিন ধরে নিউইয়র্কের দর্শকরা তাদের গান শুনতে চাচ্ছিলেন আজ মানুষের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে এ ধরনের আরও আয়োজন করে যাব।
শো টাইম মিউজিক-এর আয়োজনে ‘সাত সুরে রাঙ্গা সন্ধ্যা’ শিরোনামের সঙ্গীতায়োজন হয়েছে ২৬ সেপ্টেম্বর রাতে কুইন পেলেজে। এ সন্ধ্যায় সৈয়দ আব্দুল হাদীকে উত্তরীয় পরিয়ে দেন সমাজকর্মী ও ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন। রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে দেন ডাক্তার সারওয়ার হাসান চৌধুরী ও মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিসুর রহমান দিপু।
Posted ১২:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.