
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: ব্যাটে কিংবা বলে, আবার ফিল্ডিংয়েও। তিন ভার্সনেই বেশ পারঙ্গম নাসির হোসেন। বিপিএলে দুর্দান্তই খেলেছেন। তারপরও নির্বাচকদের মন কাড়তে পারেননি। জায়গা হয়নি নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দলে।
কিউই সফরে বাংলাদেশ দল যখন ধুঁকছে, তখন ব্যাট হাতে জাতীয় ক্রিকেট লিগে সবাইকে অবাক করে দিয়েছেন ড্যাশিং এই অলরাউন্ডার। বৃহস্পতিবার রংপুরের হয়ে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করেছেন নাসির হোসেন। জাতীয় ক্রিকেট লিগে নাসিরের এটি প্রথম দ্বিশতক।
সিলেট বিভাগের বিরুদ্ধে শেষ পর্যন্ত ২০১ রান করে সাজঘরে ফেরেন নাসির। বল খরচ করেছেন ৩৪৩টি। যার মধ্যে ছিল ২৪টি চার ও তিনটি ছক্কার মার। তার ব্যাটে বড় সংগ্রহও পেয়েছে রংপুর।
নয় উইকেটে ৩৯৮ রানে ডিক্লিয়ার করেছে রংপুর বিভাগ। দলের হয়ে অন্যান্যদের মধ্যে সর্বোচ্চ ৭৮ রান করেছেন সোহরাওয়ার্দি শুভ। প্রথম ইনিংসে সিলেট ২৭২ রানে অলআউট হয়েছিল।
দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১০.৫ ওভারে তিন উইকেটে ২৬ রান।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.