
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার: মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় নিহত সাতজনের মরদেহ এখন হাসপাতালের মর্গে।
ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরদেহগুলো মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার পলাশ রায় জানান, নাসিরপুর জঙ্গি আস্তানা থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুর লাশ রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, “ওই জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছে সাত-আটজন।”
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৪:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.