
অনলাইন ডেস্ক : | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পবিত্র নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা শৈল্পিক স্বাধীনতার অভিব্যক্তি হিসাবে গণ্য নয়, বরং এটি ‘ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন’। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস একথা জানিয়েছে। গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মস্কোতে তার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন এবং যোগ করেন যে, নবী মুহাম্মদ (সা.)-কে অপমান করা ‘ইসলামের দাবিদার লোকদের পবিত্র অনুভূতির’ লঙ্ঘন।
তাস জানিয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে নবী মুহাম্মদ (সা.)-এর নিন্দামূলক কার্টুন প্রকাশেরও সমালোচনা করেছেন। প্রতিবেদনে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, এ ধরনের কাজ চরমপন্থী প্রতিশোধের জন্ম দিয়েছে। শৈল্পিক স্বাধীনতার সীমা আছে এবং অন্যের স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়, তিনি যোগ করেছেন। পুতিন অমর রেজিমেন্ট শিরোনাম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যাওয়া রাশিয়ানদের উৎসর্গীকৃত ওয়েবসাইটগুলোতে নাৎসিদের ছবি পোস্ট করার সমালোচনাও করেন।
প্রেসিডেন্ট আরো বলেছেন, রাশিয়া একটি বহু-জাতিগত এবং বহু-স্বীকারমূলক রাষ্ট্র হিসাবে বিকশিত হয়েছে এবং তাই রাশিয়ানরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত। তিনি বলেন, অন্য কিছু দেশে এই সম্মানের অভাব রয়েছে।
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.