
নবীগঞ্জ সংবাদদাতা,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার নবীগঞ্জে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই ইউনিয়নের নিশাকুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৩৫) ও খায়েস্তা গ্রামের শাওন উল্লার ছেলে মাসুক মিয়া (৪০)।
স্থানীয়রা জানান,মঙ্গলবার সকালে একদল লোক শংকরসেনা এলাকায় পাহাড়ে মাটি কাটছিল। এ সময় তাদের ওপর হঠাৎ করে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদেমইল২৪.কম/বাঅ/নাশ
Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.