
সংবাদদাতা : | শনিবার, ২০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬ নম্বর কুর্শি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ মুছাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
নির্বাচনীয় আচরণবিধি উপেক্ষা করে গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মিছিল-শোডাউন করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সংবাদমাধ্যমকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.