
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
ঢাকা: নতুন নির্বাচন কমিশন ( ইসি) গঠনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে- ২০-দলীয় জোটের এ প্রতিক্রিয়ার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘নতুন ইসি শুধু প্রধানমন্ত্রীর নয়, জনমতের প্রতিফলন ঘটেছে।’’
বুধবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজের চুক্তি সই অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, ‘‘বিএনপি আগামীতে নতুন ইসির অধীনে নির্বাচনে আসবে। এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই।’’
তিনি বলেন, ‘‘সুশীল সমাজসহ দেশের সকল স্তরের মানুষের কাছে নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে।’’
তিনি এ-ও বলেন, “বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। ফলাফলে বুঝা যাবে ইসি কেমন হয়েছে।”
অনুষ্ঠানে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজের সাড়ে চারশ কোটির টাকার চুক্তি সই হয়েছে। চীনা প্রতিষ্ঠান চাইনু হাইড্রো কর্পোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয়েছে। এতে সহায়তা করবে সৌদি আরব।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে লিউ লিউ সঙ চুক্তিতে সই করেন।
প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশনের প্রধান নরুল হুদার নাম প্রস্তাব করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। আওয়ামী লীগের প্রস্তাবিত নামের মধ্যে থেকে রয়েছে কবিতা খানম। বিএনপির প্রস্তাবির নামের মধ্যে থেকে রয়েছেন মাহবুব তালুকদার।
মঙ্গলবার রাতে নতুন ইসি নিয়ে ২০-দলীয় জোটের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে।”
কে এম নুরুল হুদাকে বিতর্কিত আখ্যা দিয়ে তার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.