সোমবার ৫ জুন, ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০

দ্বিতীয় বিয়ে করতে আসলেন তিনি হেলিকপ্টারে

সারাদেশ ডেস্ক : | বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

দ্বিতীয় বিয়ে করতে আসলেন তিনি হেলিকপ্টারে

যশোর : বরের বয়স ৫৬ বছর। তাঁর প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও এক মেয়ে আছে। কনের বয়স ৩৩ বছর। প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। এই কনের আছে দুই পুত্রসন্তান। গত সোমবার দুপুরে এই বর ও কনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ে করতে যশোরের অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামে কনের বাড়িতে বর আসেন হেলিকপ্টারে উড়ে।

জানা গেছে, ফারুকী যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি যশোর জামেয়া ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক, আল ফারুকী প্রপার্টিজের চেয়ারম্যান।  গত ১১ অক্টোবর সোমবার দুপুরে এই বর ও কনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ে করতে যশোরের অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামে কনের বাড়িতে বর আসেন হেলিকপ্টারে উড়ে। দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারটি দিঘিরপাড় গ্রামে আসলে হাজার হাজার মানুষ বর দেখতে ভিড় করে। এ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।বিয়ের মধ্যস্থতা করেছেন অভয়নগর উপজেলার পুড়াখালি মহিলা মাদ্রাসার সুপার আশেক এলাহী। মুফতি লুৎফর রহমান ফারুকী জানান, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। ১১ অক্টোবর সোমবার আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির (৩৩) সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে।  তিনি আরও জানান, আমি খুবই ব্যস্ত মানুষ, সময় বাঁচাতে হেলিকপ্টার করে গিয়েছি। সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি বলেও জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত