
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর বৃষ্টির কবলে পড়েছে। গতকাল বৃষ্টির কারণে উদ্বোধনী দিনের দুটি খেলাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আজ শনিবারও বৃষ্টির কবলে পড়েছে বিপিএল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল মুশফিকুর রহিমের বরিশাল বুলস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের। খেলাটি শুরুর কথা ছিল দুপুর ২টায়; আর তার আধা ঘণ্টা আগে টস।
কিন্তু আগের দিন থেকেই সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কারণে এখন মিরপুরের উইকেট ঢেকে রাখা হয়েছে। অবশ্য খেলার আশায় বৃষ্টি মাথায় নিয়েই স্টেডিয়ামে উপস্থিত হয়েছে দুই দল। যদিও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।
রিজার্ভ ডে না থাকায় প্রথম দিনের খেলায় রাজশাহীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে; দ্বিতীয় ম্যাচে সেই ধারা অনুসরণ করতে হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সকে।
আজ দিনের অপর খেলায় সন্ধ্যা সাতটায় মুখোমুখি হওয়ার কথা মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিবের ঢাকা ডাইনামাইটসের।
Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.