
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
দৈনিক সিলেট বাণীর সম্পাদক সিলেটের প্রবীণ সাংবাদিক জাহিরুল হক চৌধুরী আর নেই।
(২১ নভেম্বর) সোমবার রাত ১টা ৫ মিনিটের সময় তিনি সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্ন ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আজ মঙ্গলবার বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মানীক পীর (রহঃ)’র টিলায় দাফন করা হবে। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শোক প্রকাশ : প্রবীণ সাংবাদিক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক,সিনিয়র সহ-সভাপতি মু ইমাদ উদ-দীন,সহ-সভাপতি বিশ^জিৎ দাস,নির্বাহী সদস্য এম. মছব্বির আলী,সহ-সভাপতি আলাউদ্দিন কবির,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ, তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী,কোষাধ্যক্ষ শাহ আলম শামীম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন,নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয়,মোক্তাদির হোসেন,নজরুল ইসলাম বেলাল,সৈয়দ আশফাক তানবীর,সুমন আহমদ,শেখ রুয়েল আহমদ,জুয়েল দেব,মোঃ আব্দুল আহাদ,মামুনুর রশীদ মিতুল,তুহিন আহমদ পায়েল,সদস্য নাজমুল বারী সুহেল, মাহফুজ শাকিল,জিয়াউল হক জিয়া প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.