
জুয়েল দেওয়ান,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের হাত থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে মুন্সিগঞ্জের বহুল প্রচারিত পত্রিকা “দৈনিক মুন্সিগঞ্জের কাগজ” পরিবারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বেলা ৩টায় মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’ লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন
ও দৈনিক মুন্সিগঞ্জের কাগজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আরফিন মোল্লার নেতৃত্বে
উখিয়া রোহিঙ্গা শরণার্থী অস্থায়ী ক্যাম্পে হিন্দু এবং মুসলিম পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বালুয়াকান্দি ইউ’পি চেয়ারম্যান মো.জুয়েল, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল গজারিয়া শাখার সভাপতি এস এম নাসির উদ্দিন, ভবেরচর ইউনিয়ন আ’লীগ মোক্তার হোসেন, জেলা বিজয় টিভি প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, যুগান্তর গজারিয়া উপজেলা প্রতিনিধি মুকবুল হোসেন, সংবাদ গজারিয়া উপজেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, মুন্সিগঞ্জের কাগজ নিজস্ব প্রতিনিধি রিপন মোল্লা, ভবেরচর ইউনিয়ন আ’লীগ সদস্য রাজু আহম্মেদ(বাবু)সহ ৩০ সদস্য প্রতিনিধি দল।
উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হওয়া বর্বরতায় প্রাণ বাঁচাতে নতুন করে বাংলাদেশে ঢুকে পড়ে তিন লক্ষাধিক রোহিঙ্গা।
Posted ১০:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.